সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আদালতে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাদেরকে নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতে ১০ দিন করে তাদের রিমান্ড আবেদন করবে পুলিশ।
অপরদিকে, বৃহস্পতিবার বিকেল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়ন করা হয়েছে।
এর আগে, গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত ১৯ জুলাই পল্টনে গুলিবিদ্ধ হয়ে রিকশা চালক কামাল উদ্দিন নিহত হন। পরে এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা পল্টন থানায় মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।
/আরএইচ
Leave a reply