কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

|

কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। ধাক্কা খায় গাছের সাথে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply