শনিবার মধ্যরাতের টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানি জমে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে। তবে বৃষ্টি কমে যাওয়ার পর দ্রুতই নেমে যায় বেশিরভাগ সড়কের পানি।
রাজধানীর এলিফ্যান্ট রোড, গ্রীন রোড, পান্থপথসহ বেশ কয়েকটি এলাকার রাস্তায় পানি জমতে দেখা যায়। কয়েকটি স্থানে মূল সড়কের পানি ঢোকে বিভিন্ন বিপণী বিতানের ভেতরে।
বৃষ্টি ও পানি জমার কারণে মধ্যরাতেও অনেকে আটকা পড়েন নগরীর বিভিন্ন এলাকায়। রাস্তার ম্যানহোলের ঢাকনায় জমে থাকা ময়লা পরিস্কার করে পানি নেমে যাবার ব্যবস্থা করতে দেখা যায় কাউকে কাউকে। রাত সাড়ে দশটা থেকে প্রায় তিনটা পর্যন্ত চলে এই মাঝারি বর্ষণ।
/এআই
Leave a reply