বিকালে খালেদা জিয়ার সাথে দেখা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

|

ফাইল ছবি

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আজ বিকাল ৩টায় সাক্ষাৎ করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আজ সোমবার দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার পর খালেদা জিয়ার সাথে সাক্ষাতে যাচ্ছেন সিনিয়র নেতারা।

এর আগে আজ সকালে বিএনপি চেয়ারপারসনের পক্ষে একাদশ জাতীয় নির্বাচনের জন্য ২টি আসনে দলের মনোনয়ন ফরম কেনা হয়।

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মনোনয়ন বিতরণ শুরু হলে খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের ফরম কেনেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বগুড়া-৬ আসনের জন্য ফরম কেনেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সুস্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল রোববার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। এরপর আজ থেকে বিএনপির প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি মামলায় আদালতের রায়ে দণ্ডিত হিসেবে খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের দাবি, নির্বাচনের আগে তাকে মুক্ত করে দিতে হবে। যদিও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আদালতের বিষয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply