দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যদিও প্রথম দিনেই বাগড়া দিয়েছে বিরূপ প্রকৃতি। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময় থেকে ৪ ঘণ্টা পেরিয়া গেলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে অবশেষে এসেছে স্বস্তির খবর। ইতোমধ্যেই টস হয়েছে, যেখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।
এর আগে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় খেলা শুরুর কথা ছিলো। কিন্তু মাঠ ভেজা থাকায় অপেক্ষা বাড়ছে ম্যাচ শুরুর। বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করার পর পরবর্তীতে ১২টায় মাঠ পরিদর্শন করার সময় নির্ধারণ করেন ম্যাচ অফিশিয়ালরা। এরপর লাঞ্চও সেরে ফেলা হয়। দুই দফায় মাঠ পরিদর্শনের পর ম্যাচ শুরুর সময় জানা যায়।
বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচের টস হবে। সাড়ে ৩টায় শুরু হবে খেলা। বাংলাদেশ সময় বেলা ৫টা ২০ মিনিটে নেয়া হবে চা বিরতি। এরপর ২০ মিনিটের বিরতি শেষে ৫টা ৪০ মিনিট থেকে শেষ সেশনের খেলা শুরু হয়ে বাংলাদেশ সময় বিকাল ৭টায় দিনের খেলা শেষ হবে। প্রথম দিনে বৃষ্টির কারণে ইতোমধ্যে অর্ধেক দিন ভেসে গেছে। ফলে খেলা হবে ৪৮ ওভার। যদি ওভার শেষ না করা যায় সেক্ষেত্রে ৩০ মিনিট অতিরিক্ত খেলা হবে।
বাংলাদেশের একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
/আরআইএম
Leave a reply