সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির ৯৬ নেতার পদত্যাগ

|

সুনামগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির ৯৬ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (১২নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সদস্য অ্যাড.আমিরুল হক বলেন, গত ২৫ অক্টোবর দীর্ঘদিন পর সুনামগঞ্জ ও পৌর বিএনপির কমিটি অনুমোদন করা হয়। কিন্তু কমিটি গঠনের ১০ দিনের মাথায় ৫ নভেম্বর সুনামগঞ্জ সদর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিক রেখে অন্য পদবি গুলোতে রদবদল কার হয়।

অন্য দিকে পৌর বিএনপিতে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদগুলোতেও রদবদল করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া কেন্দ্রকে ভুল বুঝিয়ে কমিটি গুলো রদবদল করেছেন। কমিটি রদবদল করার কারণে দলের ত্যাগী, নির্যাতিত, দুঃসময়ের নেতারা বাদ পড়েছেন। যাদের কমিটিতে রাখা হয়েছে তারা কোন দিনই দলের মিছিল, সমাবেশে দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাই, ফুল মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুর্শেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, আজিজুল হক, সদর উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জিয়া উদ্দিন।

পদত্যাগী নেতারা জানান, তাদের পদত্যাগপত্র জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দেয়া হবে।

এব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপেদেষ্টা অ্যাড. ফজলুল আছপিয়া বক্তব্য দিতে রাজি হন নি।

অ্যাড. ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪(সদর-বিশ্বম্ভরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে পদত্যাগকারী নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এক্ই আসনের মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নুরুলের অনুসারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply