রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। এখনও তার নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাত সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানা কতৃপক্ষ জানায়, আমরা খবর পেয়ে গতরাতে শ্যামপুর সেতুর ওপর টহল দেওয়ার সময় অজ্ঞাত ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসি ক্যামেরা দেখে আসামি সনাক্তের চেষ্টা চলছে।
/এমএইচ
Leave a reply