আরও ২ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

|

জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশিবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত এ আদেশ দেন।

এ মামলায় আরও ২ আসামি সালিমুল হক ও কাজী শরফুদ্দিন আহমেদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ১৯ অক্টোবর ধার্য করা হয়েছে।

এদিকে তেজগাঁও থানায় মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম নুর নবী পরোয়ানা জারি করেন।

গত বছরের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকী মানহানির মামলা দায়ের করেন। এ মামলায় খালেদা জিয়ার ৫ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় এর আগে গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply