রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে হাসপাতলে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পৌঁছান তিনি।
তিনি হাসনাত আব্দুল্লাহর শয্যার পাশে বেশ কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার মেজর তানভীর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, গত রোববার রাতে আনসার সদস্যদের হামলায় আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসাধীন ছিলেন হাসনাতও। পরে তাকে ঢাকা সিএমএইচে নেয়া হয়।
/এমএইচআর
Leave a reply