প্রাথমিক তদন্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় চিকিৎসকদের কোনো দোষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব একেএম সাইফুল ইসলাম। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান তিনি।
এ সময় ঢাকা মেডিকেলের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত দল গঠনের সুপারিশও করেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব। দায়েরকৃত এফআইআরে এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এরইমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর সাথে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, অবহেলা নয়, চিকিৎসকদের কাজের চাপ থাকে বেশি। সেটা কীভাবে মোকাবেলা করা যাবে, তা সরকারের দীর্ঘ মেয়াদি প্রক্রিয়ার অংশ।
/এমএইচ
Leave a reply