সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে— এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সরকারি কর্মচারির সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সম্পদের হিসাব জমা না দিলে কী হবে সেটা অবশ্যই বলে দেয়া হবে।
সচিব বলেন, সরকারি কর্মচারীদের স্বচ্ছতার মধ্যে আনতে হবে। পরিবারেরও স্বচ্ছতা থাকতে হবে। যে সম্পদের হিসাব দেবে না তাকে খুঁজে বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সম্পদ বিবরণী দাখিল করবে ১৫ লাখ সরকারি কর্মচারি। আগে বলা হতো ট্যাক্স পেএবল যারা তারা দেবে। পরে দেখা গেল ড্রাইভার, পিয়নের কাছেও কোটি কোটি টাকা পাওয়া যায়, তাই সবাই দেবে।
/এনকে
Leave a reply