উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করছে পুলিশ: রিজভী

|

নয়া পল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘বিনা কারণে পুলিশ উস্কানি’ বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিনা কারণে উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করছে পুলিশ। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন আচরণ করছে সরকার।

এর আগে বিএনপির নয়া পল্টন কার্যালয় এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টার সময়ও দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ছে। পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

সকাল ১১টার দিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধস্তাদস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

নয়া পল্টন এলাকায় থাকা আমাদের রিপোর্টাররা দুপুর দেড়টার দিকে জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীরা দলীয় অফিসের সামনে জড়ো হচ্ছেন। অন্যদিকে বিজয়নগর মোড়ে ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতি রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply