শ্রীলঙ্কায় রাজাপাকশের সরকারের বিরুদ্ধে অনাস্থা

|

শ্রীলঙ্কা সংসদে নতুন প্রধানমন্ত্রী রাজাপাকশে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে।

বুধবার দেশটির সংসদে এ ভোট পাস হয়। এর আগে দেশটির সুপ্রিমকোর্ট সংসদ ভেঙে দেয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে। (মঙ্গলবার ১০টি রাজনৈতিক দলের পিটিশন দাখিলের শুনানিতে এ রায় দেয়া হয়। খবর আলজাজিরা।

স্পিকার কারু জয়াসুরিয়া সংসদকে জানান, ২২৫ সদস্যের সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য এ অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন।

গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহের পরিবর্তে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply