পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

|

পাকিস্তানে বিরোধী দল ‘তেহরিক-ই-ইনসাফ’ এর চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে  জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সরদার মোহম্মদ রেজা পুলিশকে এই আদেশ দেন এবং আগামী ২৬ তারিখের ধার্যকৃত দিনে আদালতে উপস্থিত করতে বলেন।

নির্বাচনের সময় অবৈধভাবে ৩ মিলিয়ন বিদেশি অর্থ গ্রহণের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে ২০১৪ সালে মামলা করা হয়। মামলায় আরও বলা তিনি কমিশনে প্রদানকৃত রিপোর্টে তা গোপন করেছিলেন। এদিকে মামলায় বারবার আদালতে উপস্থিত না হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরবর্তীতে ইমরান খানের দলের পক্ষ থেকে পিটিশনের জবাবে হাইকোর্টের আদেশে তা স্থগিত করা হয়। পরে আজ আবারও শুনানিতে আদালতে হাজির না হওয়ায় এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে ‘তেহরিক-ই-ইনসাফ’ নেতারা এই আদেশেকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply