পিরোজপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

|

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পানিতে ডুবে হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

কলাতলা গ্রামের বাসিন্দা মোস্তাকিন শেখের সন্তান এ দুজন। হাফসা ছিল স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে এই দুই ভাই-বোন বাড়ির পেছনে একটি পুকুরে গোসল করতে যায়। এসময় অসাবধানতাবশত ছোট ভাই আমিনুল পুকুরে পড়ে যায়। তাই দেখে বড় বোন হাফসা তাকে পুকুর থেকে ওঠানোর চেষ্টা করলে সেও ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে বাড়ির সদস্যরা। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply