সিরাজগঞ্জে নৌকায় ৪৭ মনোনয়ন প্রত্যাশী আর ধানের শীষে ৪০ জন

|

গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৪৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রতিটি আসনেই একাধিক প্রার্থী আওয়ামী লীগের নৌকার মাঝি হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সিরাজগঞ্জ-১ আসনে মোহম্মাদ নাসিম ও তার ছেলে তানভির শাকিল জয় একই আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। অপরদিকে বিএনপি জেলায় ৪০টি মনোনয়ন সংগ্রহ করেছে নেতাকর্মীরা। এর মধ্যে সিরাগঞ্জ ২ আসনে সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার সহধর্মিনী রুমানা মাহমুদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বাবা- ছেলে ও স্বামী-স্ত্রীর কে আসলে প্রার্থী হবেন সে নিয়ে নানা আলোচনা চলছে ভোটারদের মাঝে। তবে মোহম্মাদ নাসিমের আগামী নির্বাচনে আইনগত বাধা না থাকায়ে কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছে। অপরদিকে ইকবাল হাসান মাহমুদ আইনী জটিলতায় গত নবম সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সিরাজগঞ্জ ১ (কাজীপুর-সদর আংশিক) আসনে দু’জন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং তার ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয়।

সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনে চারজন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার, তারিকুল ইসলাম তারেক, অধ্যাপক রেজাউল করিম রাজা।


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ২০জন। বর্তমান সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাবেক সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের ছেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল হোসেন তালুকদার ইমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের দৌহিত্র শাহ আলম খান চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন কুমার রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পল, আওয়ামী চলচ্চিত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম রওশনুল হকের মেয়ে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রাশেদা বানু (বেবী), তাড়াশ ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, শিল্পপতি লুৎফর রহমান দিলু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল আজিজ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সাংবাদিক ড. মিথুন মোস্তাফিজ, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি গোলাম হোসেন সুমন, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সুজন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাতজন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. আব্দুল আলিম জুয়েল ও অ্যাড. আব্দুল মমিন সিরাজী।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নয়জন। তারা হলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ ম-লের ছেলে এনায়েতপুর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, জেলা আওয়ামীলীগের সদস্য গাজী শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক, যুবলীগ নেতা মুশফিকুর রহমান মোহন।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ছয়জন। বর্তমান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা আওয়া মীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজুরি ইউপি চেয়াম্যান সাইফুল ইসলাম ও শাহ আলম।

অন্যদিকে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০জন মনোনয়ন প্রত্যাশী ফরম উত্তোলন করেছেন। প্রতিটি আসনেই ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান একাধিক মনোনয়ন প্রত্যাশী। বৃহস্পতিবার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এতথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত দলের ৪০জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে ৫জন। এরা হলেন, কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ (কনক চাঁপা), কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অ্যাডভোকেট রবিউল হাসান ও টি,এম তহজিবুল এনাম তুষার।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে চারজন। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তার সহধর্মিণী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অবঃ) মোহাম্মদ হানিফ ও সাবেক পৌর মেয়র টি.আর.এম নূর-ই-আলম হেলাল।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে ৬ জন। এরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, গোলাম মোস্তফা ও রাকিবুল আলম মিয়া অপু।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গার একাংশ) আসনে ৭জন। এরা হলেন, সাবেক এমপি আকবর আলী, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিমকি ইমাম খান, সাবেক এমপি অ্যাড. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল, শরফুদ্দিন মঞ্জু ও জাহিদুল ইসলাম মিষ্টার।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৮জন। এরা হলেন- সাবেক এমপি মেজর (অব) মঞ্জুর কাদের, কেন্দ্রীয় তাঁতীদলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সাবেক এমপি শহীদুল্লাহ খানের ভাতিজা গোলাম মওলা খান বাবলু, চৌহালী উপজেলা বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ও সাবেক চেয়ারম্যান মাহফুজা খানম ও শামসুল হুদা।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়নপত্র তুলেছেন ৯জন। এরা হলেন- সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস, সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে অধ্যাপক ড. এম এ মুহিত, উপজেলা বিএনপির সভাপতি শহীদ মাহমুদ গ্যাদন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, মোস্তাফিজুর রহমান মনির, পৌর বিএনপির সভাপতি কে.এম তারিকুল ইসলাম আরিফ, জাহাঙ্গীর হোসেন শামীম, অ্যাড. হুমায়ুন কবির ও ছাত্রনেতা শফিকুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply