পবিপ্রবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য আটক

|

পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন ফরিদ হোসেন (২৪) ও হামিম হোসেন (২৫)। তারা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র। তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানায়, পাবনার শহরের রাধানগর মহল্লার নাহার ভবনের ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের বেশকিছু সদস্য অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা ও ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছে নকল ভর্তি পরীক্ষা খাতা, প্রশ্ন ও ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ৯২০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ৩৩ হাজার ২৬০ জন। সে হিসেবে প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ৩৬ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply