পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন ফরিদ হোসেন (২৪) ও হামিম হোসেন (২৫)। তারা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র। তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানায়, পাবনার শহরের রাধানগর মহল্লার নাহার ভবনের ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের বেশকিছু সদস্য অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা ও ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছে নকল ভর্তি পরীক্ষা খাতা, প্রশ্ন ও ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ৯২০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ৩৩ হাজার ২৬০ জন। সে হিসেবে প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ৩৬ জন।
Leave a reply