সোহাগ খান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের টেকনেশিয়ান। দিব্যি সুস্থ মানুষ। কিন্তু হঠাৎই যেন সোহাগের চারপাশে নেমে আসে ঘোর অন্ধকার। ভেতরে ভেতরে কখন প্রাণঘাতি ক্যান্সার শরীরে বাসা বেঁধেছিল তা বুঝতে পারেনি। এদিকে অসুস্থ হলে পরীক্ষা নিরীক্ষা করে জানা গেলো সোহাগ বোনম্যারো ক্যান্সার আক্রান্ত। তবে ক্যান্সার প্রথম স্টেজে থাকায় কেমোথেরাপি দিয়ে রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন। চিকিৎসক জানিয়েছেন তার জন্য প্রয়োজন ৮ থেকে ৯ লাখ টাকা।
সোহাগের পরিবারের পক্ষে এই চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়।
এই পরিস্থিতিতে সোহাগকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দয়ালু মানুষগুলোর সহযোগিতা কামনা করেছেন তার বন্ধু-স্বজনরা। সোহাগকে আর্থিক সহায়তার জন্য যোগাযোগ: ০১৮৫০৬৩০৯১৮। সঞ্চয়ী হিসাব নং (আইএফসি ব্যাংক) ১০৭২০৪৪৪৮৩০২১, হিসাব নাম: মো. সোহাগ খান। প্রগতি সরণি শাখা।
Leave a reply