রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা ইউক্রেনের, আহত ১৩

|

রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবারের (১৮ সেপ্টেম্বর) এই হামলায় দেশটির তিভর অঞ্চলের বিশাল এলাকায় আগুন জ্বলছে। খবর বিবিসির।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এতে আহত হয়েছে অন্তত ১৩ জন। আগুন ছড়িয়ে পড়ায় অঞ্চলটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেন সীমান্ত থেকে ৪৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত টোরোপেট শহরে চালানো হয়েছে এই হামলা।

ইউক্রেনের দাবি, অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অস্ত্রাগারটি। কিয়েভ বলছে, এ সময় ধ্বংস হয়েছে রাশিয়ার জ্বালানি ট্যাংক, আর্টিলারি শেল, ব্যালেস্টিক মিসাইল ও বিস্ফোরক।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply