জোরপূর্বক রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে বাংলাদেশের সিদ্ধান্তে স্বস্তি জাতিসংঘের

|

রোহিঙ্গাদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত না পাঠাতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায়, সংস্থাটির মুখপাত্র ক্রিস্টফ ব্যুলিয়ার্ক বলেন, ইউনিসেফের সাম্প্রতিক কিছু জরিপে স্পষ্ট- নিরাপত্তাহীনতার ঝুঁকিতে মিয়ানমারে ফিরতে আগ্রহী নন বেশিরভাগ রোহিঙ্গা। এ অবস্থায় তাদের প্রত্যাবাসন পরিকল্পনা স্থগিত করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

গেলো বৃহস্পতিবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও; তাদের অনিচ্ছায় প্রক্রিয়াটি স্থগিত হয়। প্রথম দফায় সেদিন দেড়শ’ রোহিঙ্গার দেশে ফেরার কথা ছিলো।

ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টফ ব্যুলিয়েরেক বলেন, ইচ্ছার বিরুদ্ধে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে- ক’দিন ধরে এমন খবর শোনা যাচ্ছিল। কিন্তু, বাংলাদেশের ক্যাম্প কর্তৃপক্ষ নিশ্চিত করেছে- যারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে চান, শুধু তাদের প্রত্যাবাসন হবে। না চাইলে একজন রোহিঙ্গাকেও দেশে ফিরতে জোর করা হবে না। কারণ, ইউনিসেফের তথ্য অনুসারে- রাখাইনে এখনও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply