রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। আবারও মস্কোর টার্গেট হয়েছে ইউক্রেনের একাধিক বিদ্যুৎ স্থাপনা। আজ রোববার (২২ সেপ্টেম্বর) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রাশিয়ার দাবি, বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হয়েছে তাদের সেনারা। হামলা চালিয়েছে কিয়েভের ড্রোন উৎপাদন কারখানায়। ধ্বংস করেছে জেলেনস্কি বাহিনীর ট্যাংক, সাজোয়া যান ও হ-ইটজার মিসাইল।
ইউক্রেনের বেশ কয়েকটি হামলা ঠেকানোর দাবিও করেছে পুতিন বাহিনী। রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি, শনিবার ইউক্রেনের ছোড়া ১৭৭টি ড্রোন ভূপাতিত করেছে তারা।
অন্যদিকে, রাশিয়ার গোলাবারুদের গুদাম ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কিয়েভ। ক্রাসনোদর ও তিভের অঞ্চলে ধ্বংস করেছে রুশ বাহিনীর অস্ত্রাগ্রার ও রাডার স্টেশন। কালুগা অঞ্চলে রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুঁড়েছে ড্রোন।
/এএম
Leave a reply