পদোন্নতি না দিয়ে বদলির অভিযোগ পদবঞ্চিত কর্মকর্তাদের

|

সদ্যবিদায়ী সরকারের আমলে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে জোরপূর্বক বদলির অভিযোগ করেছেন যুগ্মসচিব, উপসচিব পর্যায়ের ৫০ কর্মকর্তা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সচিবালয়ে এ অভিযোগের কথা বলেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে না পেয়ে দুজন অতিরিক্ত সচিবের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন পদবঞ্চিত কর্মকর্তারা। তারা বলেন, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে যোগ্য হবার পরও তাদের পদায়ন না করায় আন্দোলনে নেমেছেন। তারা অভিযোগ করেন, পদবঞ্চিত কর্মকর্তাদের তালিকা ধরে বদলি করা হচ্ছে। বদলি বন্ধ ও যোগ্যদের পদোন্নতি দেয়ার দাবি জানান তারা।

দ্রুত সমস্যার সমাধান না হলে ফের আন্দোলন ও কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি সুরাহার আশ্বাস দেয়। তবে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলেনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply