যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময়, গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাবলী তুলে ধরেন ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে, আইএমএফ পরিচালকের হাতে উপহার হিসেবে তুলে দেন ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’।
/এআই
Leave a reply