ট্যুর অপারেটর সেবার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি

|

পর্যটন শিল্পের মন্দা কাটিয়ে উঠতে ট্যুর অপারেটর সেবার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

এত টোয়াবের নেতৃবৃন্দরা বলেন, ট্যুর অপারেটর সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে ভ্রমণ খরচ বাড়বে। এতে পর্যটন শিল্প বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড লাইসেন্স, নবায়ন ফি, ব্যাংক স্থিতি কমানোসহ জামানত বাতিলের দাবিও জানান টোয়াব নেতৃবৃন্দ।

সংগঠনটির সভাপতি মো. রাফেউজ্জামান জানান, ট্যুর অপারেটরদের নিবন্ধন বিষয়ে নতুন গেজেটের নিয়ম ও শর্তগুলো মেনে চলা বেশ কঠিন। তাই অন্তর্বর্তী সরকারের কাছে বিধিমালার অসঙ্গতি দূর করার দাবি জানান তিনি।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply