টানা বৃষ্টিতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি; চরের নিম্নাঞ্চল প্লাবিত

|

লালমনিরহাট প্রতিনিধি:

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী চর এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আজ সকাল ছয়টায় লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিনদিনে টানা বৃষ্টিতে তিস্তার চরে কৃষকের ফসল তলিয়ে গেছে। কৃষকের ধান, মরিচসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

নদীর পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার সানিয়াজান, সিন্দুনা, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, ভোটমারী, তুষভান্ডার, কাকিনা, মহিষখোচা, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

পাউবো সূত্র জানায়, আজ সকাল ৬টায় তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.০০ মিটার। যা বিপৎসীমার ১৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২৬ সে.মি নিচে প্রবাহ রেকর্ড করা হয়। পাউবো জানিয়েছে গত ২৪ ঘন্টায় লালমনিরহাটে ৭২ মি.মি বৃষ্টিপাত হয়েছে। ব্যারেজের সব জলকপাট খোলা রয়েছে। আরও ১-২ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশঙ্কা করা হচ্ছে তিস্তার বাম ও ডান তীরে নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিতে পারে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার রায় জানিয়েছেন, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি গত তিনদিনে সমতল বৃদ্ধি পেয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারনে নদীর তীরবতী এলাকাগুলোয় পানি উঠেছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোডের পক্ষে সকল প্রস্তুতি নেয়া রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply