‘মাদার অফ হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

|

‘মাদার অফ হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা ২০১৮’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সমাজকল্যাণে তার ভাবমূর্তির স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হবে।

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেয়া হয়।

প্রতিবছর ২ জানুয়ারি সমাজকল্যাণ দিবসে পাঁচটি বিষয়ে পাঁচজনকে এই পদক দেয়া হবে। বিষয়গুলো হচ্ছে- প্রবীণ ও বিধবা, সুবিধাবঞ্চিত নারী-শিশু, প্রতিবন্ধী, ভবঘুরে শিশু এবং মেধাবিকাশ ও মানবকল্যাণ। এসব বিষয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হবে।

পুরস্কার হিসেবে থাকবে ১৮ ক্যারেটের ২৫ গ্রামের স্বর্ণপদক ও ২ লাখ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply