আরেক হত্যা মামলায় গ্রেফতার আসাদুজ্জামান নূর

|

মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান।

এদিন নূরকে কারাগার থেকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান।

এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানিতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৫ সেপ্টেম্বর রাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। পরদিন ১৬ সেপ্টেম্বর হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেফতার দেখানো হয়েছে। শুনানি শেষে, সাবেক আইজিপির ৪ দিন আর ওয়ার্ড কাউন্সিলরের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাকিদের পাঠানো হয়েছে কারাগারে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply