ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে নিখোঁজের তিনদিন পর খাল থেকে কমলা বেগম (৪৫) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এলাকাবাসী নারীর ভাসমান মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রাতে রশিবপুরা খালের মাঝখান থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিহত কমলা রশিবপুরা গ্রামের দলিল উদ্দিন খাঁর মেয়ে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, গত তিন দিন আগে ওই নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ সন্ধ্যায় স্থানীয়রা রশিবপুরা খালের মাঝখানে কচুরিপানার ভেতর মরদেহটি দেখতে পেয়ে থানার খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
/এএম
Leave a reply