প্রথম টেস্টে পাকিস্তানকে ৪ রানে হারালো নিউজিল্যান্ড

|

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম টেস্টে পাকিস্তানকে ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ১৭৬ রানের জয়ের লক্ষ্যে ১৭১ রানে অলআউট হয় পাকিস্তান। টেস্ট ইতিহাসে রানের বিচারে, এটি পাকিস্তানের সবচেয়ে ছোট পরাজয়।

বিনা উইকেটে ৩৭ রান নিয়ে ৪র্থ দিনের খেলা শুরু করে সরফরাজের দল। জয়ের জন্য দরকার ছিল ১৩৯ রান, হাতে ছিল ১০ উইকেট। কিন্তু, সকালে প্রথম ঘন্টায় মাত্র ১১ রান যোগ করতেই ইমামউল হক, মোহাম্মদ হাফিজ ও হারিস সোহাইলের উইকেট হারায় পাকিস্তান।

এরপর, আজহার আলী ও আসাদ শফিক সেই বিপর্যয় সামাল দেন, ৮২ রানের জুটি গড়েন তারা। কিন্তু, অভিষিক্ত বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল বল হাতে জ্বলে উঠলে ১৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় পাকিস্তান। প্যাটেল ৫ উইকেট নেন। বৃথা যায় আজহার আলীর ৬৫ রানের ইনিংস। এর আগে নিউজিল্যান্ড তাদের দুই ইনিংসে করে ১৫৩ ও ২৪৯ রান। আর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২২৭ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply