রাষ্ট্রপতির কাছে সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

|

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র‍্যাগনার উইকস এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানী।

বুধবার (২ অক্টোবর) সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। প্রথমে সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র‍্যাগনার উইকস রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর পরিচয়পত্র পেশ করেন আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানী।

রাষ্ট্রপতি নতুন দুই রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। সেই সাথে দুই দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে সুইডেন এবং আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব  নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল  মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply