আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০, আহত ৮৩

|

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় বুধবার রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশটিতে।

মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাবুলের একটি হলরুমে আলোচনা সভায় ঘটানো হয় আত্মঘাতী এ হামলা। এতে আহত হয় আরও অন্তত ৮৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা বলে জানান চিকিৎসকরা।

হতাহতদের স্মরণে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য। গত কয়েক মাস ধরে দেশটিতে বেড়েছে জঙ্গিগোষ্ঠী আইএস এবং তালেবানের হামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply