পুলিশের ৬০ উর্ধ্বতন কর্মকর্তার তালিকা ইসি’কে দিলো বিএনপি

|

তফসিল ঘোষণার পরও উন্নয়ন কর্মকাণ্ডের নামে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ ক্ষেত্রে কমিশন কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ বৃহস্পতিবার দুপুরে ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচন কমিশনে দাখিলকৃত পত্রাদির বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে এসব অভিযোগ করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর যে কাজগুলো করার কথা নয় সেগুলো আওয়ামী লীগ অনবরত করে যাচ্ছে।

আলাল অভিযোগ করেন, চট্টগ্রাম সার্কিট হাউজে একজন সচিবের উপস্থিতিতে মুখ্যসচিব ও পরে রিটার্নিং কর্মকর্তারা গোপন বৈঠক করেছে যা আইনগতভাবে অবৈধ।

তিনি বলেন, বিএনপি পুলিশের প্রতি নির্বাচন কমিশনের আহ্বান বা অনুরোধ চায় না; নির্দেশ চায়। ডিআইজি পর্যায় থেকে শুরু করে পুলিশের ৬০ জনের বেশি কর্মকর্তা সকরকারের পক্ষে কাজ করছে। এবং তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply