‘তফসিল ঘোষণার পরও উন্নয়ন কর্মকাণ্ডের নামে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ’

|

তফসিল ঘোষণার পরও উন্নয়ন কর্মকাণ্ডের নামে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ ক্ষেত্রে কমিশন কোন পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

দুপুরে ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচন কমিশনে দাখিলকৃত পত্রাদির বিষয়বস্তু অবহিত করে এ কথা বলেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর যে কাজগুলো করার কথা নয় সেগুলো আওয়ামী লীগ অনবরত করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম সার্কিট হাউজে একজন সচিবের উপস্থিতিতে মুখ্যসচিব ও পরে রিটার্নিং কর্মকর্দারা গোপন বৈঠক করেছে যা আইনগত অবৈধ। তিনি বলেন, বিএনপি পুলিশের প্রতি নির্বাচন কমিশনের আহ্বান বা অনুরোধ চায় না; নির্দেশ চায়। ডিআইজি ও পুলিশের ৬০ জনের বেশি কর্মকর্তা সকরকারের পক্ষে কাজ করছে। এবং তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply