হলফনামায় দেয়া প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে দুদক

|

সংসদ নির্বাচনে হলফনামায় দেয়া প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। নির্বাচনে নির্ধারিত ব্যয়ের সীমা অতিক্রম করছে কিনা তাও যাচাই করবে সংস্থার গোয়েন্দা ইউনিট। দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা জানান, চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, কালো টাকার ব্যবহার বন্ধে ইসির সাথে যৌথভাবে কাজ করবে দুদক।

প্রতিষ্ঠার ১৪ বছর পার করলো স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এক যুগের বেশি সময় পেরোলেও দুর্নীতি দমন ও প্রতিরোধে কতটা সফল হয়েছে দুদক? প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এনিয়ে আক্ষেপ ছিলো খোদ দুদক চেয়ারম্যানেরও।

নির্বাচনে কালো টাকার মালিকদের ভোট না দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে দুদক।

কোন প্রার্থী ইসি নির্ধারিত ব্যয় সীমা অতিক্রম করছে কী না তার খোঁজ রাখবে দুদক। খতিয়ে দেখা হবে হলফনামায় থাকা প্রার্থীদের আয় ব্যয়ের হিসেবও। এক্ষেত্রে ইসি ও দুদক কাজ করবে যৌথভাবে।

সম্প্রতি পাস হওয়া সরকারি কর্মচারি আইন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কতোটা রক্ষাকবচ এ নিয়ে সন্দেহ পোষণ করা হয় আলোচনা সভায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply