‘নাইকো দুর্নীতি মামলায় এফবিআই ও কানাডার গোয়েন্দা কর্মকর্তারা সাক্ষ্য দিবেন’

|

নাইকো দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এফবিআই ও কানাডার গোয়েন্দা কর্মকর্তারা ঢাকার আদালতে এসে সাক্ষ্য দিবেন বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

রাতে নিজ সরকারি বাস ভবনে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ কথা জানান।

তিনি বলেন, খালেদার বিরুদ্ধে ঘুষ গ্রহণ সংক্রান্ত নাইকো দুর্নীতি মামলায় এফবিআই ও কানাডা পুলিশের তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে সংস্লিষ্ট আদালতে দাখিল করা হয়েছে।

আগামী ৯ ডিসেম্বর বিচারিক আদালতে এই মামলার শুনানির দিন ধার্য আছে। সেদিন নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এফবিআই ও কানাডার গোয়েন্দা পুলিশের প্রতিনিধিরা সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন মাহবুবে আলম। ২০০৮ সালের ৫মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply