‘খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজকে অভিযুক্ত করেনি সিআইএ’

|

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজকে অভিযুক্ত করেনি সিআইএ। বৃহস্পতিবার এ কথা নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাটির প্রতিবেদন এখনও অসম্পূর্ণ। সেখানে, সম্ভাব্য নির্দেশদাতা হিসেবে সংযুক্ত করা হয়েছে মোহাম্মদ বিন সালমানের নাম। প্রেসিডেন্টের দাবি, চাঞ্চল্যকর ঘটনার সাথে সৌদি রাজপরিবারের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিতে আরও নিবিড় তদন্ত প্রয়োজন।

এদিকে, হত্যাকাণ্ডের সাথে জড়িত এমন সন্দেহভাজন ১৮ সৌদি নাগরিকের ওপর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। তবে নিষিদ্ধ ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপের অন্যান্য দেশ, বিশেষভাবে জার্মানির সাথে সহমত প্রকাশেই এলো এ সিদ্ধান্ত। দেশটি জানিয়েছে, অনুসন্ধানী প্রতিবেদনের ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply