‘নির্বাচনে সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দরকার নেই’

|

একাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। সকালে বরিশালে জেন্ডার ‍অ্যান্ড ইলেক্শন বিষয়ে কর্মশালায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন। সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শাহাদাত হোসেন। অনুষ্ঠানের জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply