ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মার্কিন নাগরিককে হত্যাকারী আদিবাসীদের ক্ষমা করলো তার পরিবার। অ্যালেনের প্রতি সম্মান জানাতে এ সিদ্ধান্ত বলে দাবি তাদের।
এক বিবৃতিতে নিহত জন অ্যালেন চাও এর পরিবার জানায়, ঈশ্বর, জীবন ও প্রকৃতি এবং মানুষকে ভালোবাসতেন অ্যালেন। দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেন। তাই তার হত্যাকারীদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না তারা।
সম্প্রতি আন্দামান-নিকোবরের সেনটিনেল দ্বীপে প্রবেশের সময় আদিবাসীদের তীরের আঘাতে নিহত হন অ্যালেন। তাকে বহনকারী নৌকার ৭ জেলে’কে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার মরদেহ উদ্ধারে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। বিলুপ্তপ্রায় সেন্টেনেলিজি সম্প্রদায়ের সাথে বাকি বিশ্বের কোন যোগাযোগ নেই। বাইরের কোনো ব্যক্তিকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে এই আদিবাসীরা।
Leave a reply