প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস চাপায় বোরহান মোড়ল (২২) নামের এক বাস হেলপার নিহত হয়েছে। নিহত বোরহান মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনয়নের দেবরাজ গ্রামের মোয়াজ্জেম মোড়লের ছেলে।
জানা যায়,শুক্রবার সকালে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট থেকে মাদারীপুর গামী লোকাল বাস সূচনা ও রূপসী নামক যাত্রীবাহী বাস দুটি তাড়াহুড়ো করে যাত্রী উঠানোর সময় সূচনা পরিবহনের হেলপাড় বোরহান মোড়ল(২২) রাস্তায় পড়ে যায় । এসময় রূপসী নামক বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয় । রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
Leave a reply