জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠন করবে ঐক্যফ্রন্ট: বরকতউল্লাহ বুলু

|

দেশের সব জেলায় সমন্বয় কমিটি গঠন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের সাথে থাকা সবগুলো দলের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে এ কমিটি করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা বরকতউল্লাহ বুলু।

বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার আগামী রোববার ঘোষণা করা হতে পারে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। এখনো বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার চলছে সাংবাদিকদের জানান। প্রতিকূল পরিবেশের মধ্যেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply