ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

|

পাবনা প্রতিনিধি ॥
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার একদিন পরে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী (বিপিএম) (পিপএম) জানায়, শুক্রবার দুপুরে ঈশ্বরদী উপজেলার বেনারসি পল্লাীর একটি আখ ক্ষেতের পাশে এক নবজাতক শিশু পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে তার বাবা রাশেদ আলী ও মা রোজিনা খাতুনের কাছে বুঝিয়ে দেয়।

এর আগে গেল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মহিলা কাঁন্না থামানোর কথা বলে নবজাতক কণ্যা শিশুটি চুরি করে পালিয়ে যায়।

চুরি যাওয়া ওই শিশুর মা রোজিনা খাতুন তার শিশু মেয়েকে কোলে ফিরে পেয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী আরো জানান, শিশুটিকে উদ্ধারের পরে তার ডাক্তারী পরিক্ষা করা হয়েছে। শিশুটি  সুস্থ আছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply