কুষ্টিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

|

কুষ্টিয়ায় দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ খোকন আলী ওরফে হাতকাটা ঠাণ্ডু (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত খোকন আলী ওরফে হাতকাটা ঠাণ্ডু ডাকাত দলের সদস্য। দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে পড়ে নিহত হয়েছেন তিনি। এ সময় কুষ্টিয়া মডেল থানার এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

খোকন আলী সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার মৃত আইজাল আলীর ছেলে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়ায় দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে, এমন গোপন খবর আসে।

এর ভিত্তিতে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাতকাটা ঠাণ্ডু।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply