গাজীপুরে রিমান্ডের আসামির থানা হেফাজতে মৃত্যু

|

গাজীপুরে থানা হেফাজতে আগুনে দগ্ধ মশিউর রহমান মারা গেছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মানবপাচার মামলার দুই আসামি মশিউর রহমান ও আসাদুজ্জামানকে গত ২১ নভেম্বর ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। গতরাতে মশিউর দিয়াশলাই দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় থানা হাজতে থাকা অপর আসামি আসাদুজ্জামান চিৎকার শুরু করেন।

পরে দগ্ধ মশিউরকে প্রথমে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে আনা হয় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে। গত ১৪ নভেম্বর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শিশু চুরির অভিযোগে তাকে আটক করে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply