গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছেন। আজ রোববার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কোমরপুর বৈঠাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডের ছোলেমান মাতুব্বরের পুত্র।
স্থানীয়রা জানান, বগুড়ামুখী একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ার সময় বৈঠাখালি নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ ভেঙ্গে ট্রাকের সঙ্গে আটকে যায়। এতে পিকআপ চালক রিপন মিয়া ড্রাইভিং সিটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাইওয়ে থানা পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে।
/এএম
Leave a reply