পাবনার ৫ টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

|

পাবনা প্রতিনিধি

পাবনা জেলার ৫ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন,  গোলাম ফারুক প্রিন্স (পাবনা-৫), শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-৪), মকবুল হোসেন (পাবনা-৩), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২) এবং শামসুল হক টুকু (পাবনা-১)।

এদের মাঝে শামসুর রহমান শরীফ ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি, গোলাম ফারুক প্রিন্স জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও মকবুল হোসেন দুজনই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং আহমেদ ফিরোজ কবির জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এখানে উল্লেখ্য যে শামসুর রহমান শরীফ ইতোমধ্যে চারবার, গোলাম ফারুক প্রিন্স দুইবার, মকবুল হোসেন এবং শামসুল হক টুকু দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর সাবেক সংসদ সদস্য মরহুম আহমেদ তফিজ উদ্দিনের ছেলে আহমেদ ফিরোজ কবির এবারেই প্রথম দলীয় মনোনয়নে নির্বাচন করবেন। এ খবর সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কর্মী সমর্থকদের মাঝে এসে পৌঁছলে তারা আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply