কোম্পানি আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন

|

কোম্পানি আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এই আইন কার্যকর হলে, বাংলাদেশ ‘ওয়ান পারসন কোম্পানি’ গঠন করা যাবে। এতে একক মালিকাধীন প্রতিষ্ঠা ও পরিচালনা করা যাবে। বর্তমানে পাবলিক ও প্রাইভেট লিমিটেড- এই দুই ধরণের কোম্পানি নিবন্ধন করা যায়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদেন দেয়া হয়।

এছাড়া, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইনের এর সংশোধিত খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর পরিবর্তে ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। বিনিয়োগ বান্ধব কোম্পানি গঠনের লক্ষে সংশোধনের উদ্যোগ নিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়। ওয়ান পারসন কোম্পানি, বিদেশি উদ্যোক্তার কাছে শেয়ার হস্তান্তরে দূতাবাসের প্রত্যয়নকৃত ঘোষনাপত্র দিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply