‘ইরানের সাথে পরমাণু চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি’

|

ইরানের সাথে করা ৬ পরাশক্তির পরমাণু চুক্তি আর প্রত্যয়ন না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। এতে ইরানকে গোঁড়া রাষ্ট্র আখ্যা দেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে করা চুক্তি জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি। অব্শ্য এখনই চুক্তি থেকে সরে না এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার ট্রাম্প ছেড়ে দিয়েছেন মার্কিন কংগ্রেসের ওপর।  চুক্তির শর্ত পর্যবেক্ষণ করে দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে কংগ্রেস।

এদিকে চুক্তি থেকে সরে আসার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রে সরে আসার ঘোষণা দিলেও চুক্তির অঙ্গীকার অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

২০১৫ সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় পশ্চিমারা। কিন্তু মার্কিন রিপাবলিকান দল এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও ইসরাইল শুরু থেকেই চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply