হোলি আর্টিজান হামলা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

|

হোলি আর্টিজান হামলা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। আগামী ৩ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। দুপুরে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবর রহমান এই আদেশ দেন।

আসামীরা হলো রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন। এর মধ্যে খালেদ ও রিপন পলাতক।

এর আগে গত ২৩ জুলাই আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। নৃশংস ওই ঘটনায় মোট ২১ জনের জড়িত থাকার প্রমাণ পায় তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট। এর মধ্যে ঘটনার দিন ৫ জন ও পরে বিভিন্ন অভিযানে আরো আটজন নিহত হয়। ২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় পুলিশ ও বিদেশিসহ ২০জন নিহত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply