মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলে হামলার হুমকি দেয়ার অভিযোগে মিশিগান থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকে নাম আইজ্যাক সিসেল। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করা হয়। খবর সিএনএন।
কৌঁসুলিরা বলেন, আইজ্যাক সিসেল পশ্চিম ভার্জিনিয়ায় এফবিআই ন্যাশনাল থ্রেট অপারেশন সেন্টারে হুমকি পাঠিয়েছেন। তাকে লেখা ছিল, ট্রাম্প নির্বাচনে জয়ী হলে তিনি রক্ষণশীল খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ চালাবেন।
তাতে তিনি আরও লেখেন, আমার কাছে একটি চুরি করা একটি এআর১৫ এবং একটি টার্গেট রয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি তার নাম বলতে চাই না। হামলা না করা পর্যন্ত এফবিআইও কিছু করতে পারবে না।
আজ বুধবার বিকেলে তাকে ফেডারেল আদালতে তোলা হবে বলে জানা গেছে।
/আরএইচ
Leave a reply