বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স –অ্যাটকোর ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা দুজন সমান সংখ্যক ভোট পাওয়ায় এ পদে আবারও নির্বাচন হবে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাভিশনের আব্দুল হক ও এনটিভির মোসাদ্দেক আলী।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অষ্টম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল সোবহান চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন দেশ টিভির এমডি আরিফ হাসান। ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন।
বিজয়ীরা জানান, পট পরিবর্তনের পর মিডিয়ার মত প্রকাশের আরও বেশি সুযোগ তৈরি হয়েছে। দেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য অ্যাটকো কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এর আগে, রাজধানীর একটি হোটেলে সকালে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরী সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা হয়। এজিএমে অংশ নেন যমুনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামসহ অ্যাটকোর সদস্যরা।
/এমএইচ
Leave a reply